ছাত্রীগণ Registration ID এর ক্ষেত্রে খামিছ জামাতের সার্টিফিকেট/খামিছ পরীক্ষার প্রবেশপত্রে দেওয়া রোল নং লিখে Submit বাটনে ক্লিক করুন।
ছাত্রীদের মধ্যে যারা ২০১৫ এর আগে খামিছ পাশ করেছেন তাদের ভর্তির কোনো সুযোগ থাকবে না।
Registration ID লিখে Submit বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার নাম, পিতার নাম, ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
Upload PP size photo এর কলামে নিজের পাসপোর্ট সাইজ রঙিন ছবি আপলোড করুন। ছাত্রদের ক্ষেত্রে ছবি অবশ্যই টুপিসহ এবং ছাত্রীদের ক্ষেত্রে নেকাব ছাড়া পূর্ণরূপে ওড়নাসহ হতে হবে। ছবি অবশ্যই সোজা ও স্বাভাবিক হতে হবে। কোনো এঙ্গেল ছবি বা সেলফি আপলোড করলে পরবর্তীতে ভর্তি বাতিল হবে।
আবেদনের সময় শেষ । ভর্তিকৃতরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ।