ছাত্রীগণ Registration ID এর ক্ষেত্রে খামিছ জামাতের সার্টিফিকেট/খামিছ পরীক্ষার প্রবেশপত্রে দেওয়া রোল নং লিখে Submit বাটনে ক্লিক করুন।
যারা ২০১৫ এর আগে খামিছ পাশ করেছেন তাদেরকে খামিছ জামাতের রোল নম্বর এর পূর্বে সংশ্লিষ্ট সনের শেষ ২টি সংখ্যা যোগ করতে হবে। যেমন খামিছ পাশের সন ২০১৪ ও রোল নম্বর ১৫৫২ হলে Registration ID হবে 141552
Registration ID লিখে Submit বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার নাম, পিতার নাম, ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
Upload PP size photo এর কলামে নিজের পাসপোর্ট সাইজ রঙিন ছবি আপলোড করুন। ছাত্রদের ক্ষেত্রে ছবি অবশ্যই টুপিসহ এবং ছাত্রীদের ক্ষেত্রে নেকাব ছাড়া পূর্ণরূপে ওড়নাসহ হতে হবে। ছবি অবশ্যই সোজা ও স্বাভাবিক হতে হবে। কোনো এঙ্গেল ছবি বা সেলফি আপলোড করলে পরবর্তীতে ভর্তি বাতিল হবে।
সতর্কতার সহিত সঠিক তথ্য দিয়ে আবেদন করুন