Residential status এর ক্ষেত্রে যদি রামাদান মাসে আপনি ছাহেব বাড়িতে বোর্ডিং-এ থাকেন তবে Residential সিলেক্ট করুন। এর ভিত্তিতে আপনাকে রুম ও সীট নং বরাদ্দ দেওয়া হবে। আর যদি নিজ বাড়ি, লজিং অথবা ছাহেব বাড়ির বাইরে কোথাও থাকেন তাহলে Non Residential সিলেক্ট করুন। এ ক্ষেত্রে আপনাকে কোনো রুম বা সীট বরাদ্দ দেওয়া হবে না।
Upload PP size photo এর কলামে নিজের পাসপোর্ট সাইজ রঙিন ছবি আপলোড করুন। ছাত্রদের ক্ষেত্রে ছবি অবশ্যই টুপিসহ এবং ছাত্রীদের ক্ষেত্রে নেকাব ছাড়া পূর্ণরূপে ওড়নাসহ হতে হবে। ছবি অবশ্যই সোজা ও স্বাভাবিক হতে হবে। কোনো এঙ্গেল ছবি বা সেলফি আপলোড করলে পরবর্তীতে ভর্তি বাতিল হবে।
আবেদন ফরমের নিচে Terms and Conditions এর নিচের বক্সটি সিলেক্ট করুন। সর্বশেষে Submit বাটনে ক্লিক করুন। কোনো ভুল হলে Submit না করে Reset বাটনে ক্লিক করে পুনরায় ফরম পূরণ করুন।
বিস্তারিত নিয়ম দেখতে ক্লিক করুন