ছাদিছ জামাতে অনলাইন ভর্তি ৬ এপ্রিল থেকে শুরু
* দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, প্রধান কেন্দ্র ফুলতলী ছাহেব বাড়ি’র ছাদিছ জামাতে নিয়মিত, অনিয়মিত ও মান্নোয়নের ছাত্র এবং ছাত্রীদের অনলাইন ভর্তি কার্যক্রম ০৬ এপ্রিল, ২০১৯ সকাল ৯টা থেকে দারুল কিরাতের নিজস্ব ওয়েবসাইট www.darulqiratfultali.com এর Online Admission লিংক এর মাধ্যমে শুরু হবে।
* ২০১৭ ও ২০১৮ সনে খামিছ পাশ নিয়মিত ছাত্র হলে Regular, ২০১৭ এর পূর্বে খামিছ পাশ নিয়মিত ছাত্র হলে Regular_old, অনিয়মিত ছাত্র হলে Irregular, মানোন্নয়ন হলে Improvement এবং নিয়মিত ও অনিয়মিত ছাত্রী হলে Female ক্লিক করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
* আবেদন ফরম পূরণের ক্ষেত্রে অনলাইন ভর্তি নির্দেশিকা অনুসরণ করতে হবে। * কোনো নিয়মিত ছাত্র আবেদন ফরম পূরণ করে ভর্তি চূড়ান্ত না করলে কিংবা রামাদান মাসে ফুলতলী ছাহেব বাড়ি গিয়ে ক্লাস না করলে পরবর্তী বছর আর ভর্তির সুযোগ থাকবে না। ত।
অনলাইন ভর্তি নির্দেশিকা
বিস্তারিত দেখুনছাদিছ জামাতে ভর্তি বিজ্ঞপ্তি
বিস্তারিত দেখুনজরুরী ঘোষণা
বিস্তারিত দেখুনছাদিছ পরীক্ষা সংক্রান্ত নোটিশ
বিস্তারিত দেখুন