*জরুরী ঘোষণা: -


ছাদিছ জামাতে অনলাইন ভর্তি ৬ এপ্রিল থেকে শুরু

* দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, প্রধান কেন্দ্র ফুলতলী ছাহেব বাড়ি’র ছাদিছ জামাতে নিয়মিত, অনিয়মিত ও মান্নোয়নের ছাত্র এবং ছাত্রীদের অনলাইন ভর্তি কার্যক্রম ০৬ এপ্রিল, ২০১৯ সকাল ৯টা থেকে দারুল কিরাতের নিজস্ব ওয়েবসাইট www.darulqiratfultali.com এর Online Admission লিংক এর মাধ্যমে শুরু হবে।

* ২০১৭ ও ২০১৮ সনে খামিছ পাশ নিয়মিত ছাত্র হলে Regular, ২০১৭ এর পূর্বে খামিছ পাশ নিয়মিত ছাত্র হলে Regular_old, অনিয়মিত ছাত্র হলে Irregular, মানোন্নয়ন হলে Improvement এবং নিয়মিত ও অনিয়মিত ছাত্রী হলে Female ক্লিক করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

* আবেদন ফরম পূরণের ক্ষেত্রে অনলাইন ভর্তি নির্দেশিকা অনুসরণ করতে হবে। * কোনো নিয়মিত ছাত্র আবেদন ফরম পূরণ করে ভর্তি চূড়ান্ত না করলে কিংবা রামাদান মাসে ফুলতলী ছাহেব বাড়ি গিয়ে ক্লাস না করলে পরবর্তী বছর আর ভর্তির সুযোগ থাকবে না। ত।

-কর্তৃপক্ষ

Image 00 Image 01 Image 02 Image 03 Image 04 Image 05 Image 06